ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে আটক-২ 

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে আটক-২ 
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চলমান মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে মাদক সহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা হাসপাতাল মোড়ে অভিযান চালিয় তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কুরুষা ফেরুষা গ্রামের মল্লিকের কুটি এলাকার মৃত জরু মন্ডলের স্ত্রী জাহেরা বেগম (৩৫) ও একই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে রাশেদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই আশরাফ তার সঙ্গীয় ফোর্স নিয়ে কুরুষা ফেরুষা হাসপাতাল মোড়ে অভিযান চালায়। এসময় জাহেরা বেগমকে আটক করে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি করে ১ কেজি গাজা পায়। অপর অভিযানে রাশেদুল ইসলামকে মোটর সাইকেল সহ আটক করে মোটর সাইকেলের সীটের নিচে সু-কৌশলে রাখা ১ কেজি গাজা পায়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

More News...

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস

বিস্ফোরণে উড়ে গেল পুলিশের কব্জি, রণক্ষেত্র গাজীপুর