১০-১২ বছর ধরে এক নম্বর, এটা ঠাট্টা না: সাকিবকে নিয়ে মাহমুদউল্লাহ

১০-১২ বছর ধরে এক নম্বর, এটা ঠাট্টা না: সাকিবকে নিয়ে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ব্যাটে রান নেই সাকিব আল হাসানের। যদিও এই সিরিজে ‘প্রিয় পজিশন’ তিনে ফিরেছেন। তবে সাকিবের এই রান খরাকে খুব বড় করে দেখতে চান না তার সতীর্থ মাহমদুউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাকিবকে নিয়ে করা প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিবকে নিয়ে বলার কিছু নেই। সে তার নিজের খেলাটা জানে। ও জানে কখন কী করা প্রয়োজন।’

প্রায় এক যুগ ধরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মর্যাদা ধরে রেখেছেন সাকিব। মাহমুদউল্লাহ যার প্রশংসা করে বলছেন, ‘একটা ছেলে ১০-১২ বছর ধরে এক নম্বর অলরাউন্ডার হয়ে আছে, এটা কোনো ঠাট্টা না। ও জানে ওর কখন ব্যাটিং করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫ রান করেন সাকিব। দ্বিতীয়টিতে রানের খাতা খুলতে পারেননি। তবে বল হাতে দুই ম্যাচেই পেয়েছেন উইকেটের দেখা। প্রথম ম্যাচে ১টি ও দ্বিতীয় ম্যাচে নেন জোড়া উইকেট।

শুক্রবার লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। যে ম্যাচে সাকিব রানে দেখা পাবেন বলে আশা মাহমদুউল্লাহর, ‘হয়তো প্রথম ম্যাচে ভালো একটা শুরু পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। আমি নিশ্চিত যে, কালকের ম্যাচেই ও ভালো ইনিংস খেলবে।’

 

More News...

রিশাদের ঝড়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ টাইগারদের

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ