ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৪তম স্থানে থেকেই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের বাকি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে অপরিবর্তিত বাংলাদেশের অবস্থান।

এর আগে সবশেষ ৭ এপ্রিল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছিল বাংলাদেশ। ১৮৬ থেকে বর্তমান অবস্থান ১৮৪তে আসে তারা। এর পর অবশ্য বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। সবশেষ মার্চে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে জামাল ভূঁইয়ারা।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ আফগানিস্তান (১৪৯), ভারত (১০৫) ও ওমানের (৮০) অবস্থানও অপরিবর্তিত রয়েছে।

সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের। সবগুলো ম্যাচই হবে কাতারে। শুক্রবার বাংলাদেশ দল কাতারের উদ্দেশ্য ঢাকা ছাড়বে।

এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। এরপর ব্রাজিল, ইংল্যান্ড আর পর্তুগাল। ৬ নম্বরে আছে স্পেন। ৮ নম্বরে আছে আর্জেন্টিনা। প্রথম দশে নেই জার্মানি। ১২ নম্বরে রয়েছে তারা।

ফিফা ক্রমতালিকায় ২১০ দলের মধ্যে একমাত্র র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাহরাইন। এখন ৯৮ নম্বরে রয়েছে দেশটি।

 

More News...

রিশাদের ঝড়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ টাইগারদের

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ