শ্রীপুরে পানি-বিদ্যুৎ পেল প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের বাসিন্দারা

শ্রীপুরে পানি-বিদ্যুৎ পেল প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের বাসিন্দারা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। রোববার (২৩ মে) বিকেলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এসব ঘরে বরাদ্ধ পাওয়া লোকজনের বসবাসের জন্য অনেকটা প্রতিবন্ধকতা দূর হলো। অনেক দিন ধরে এসব ঘরের বাসিন্দারা পানি বিদ্যুৎ না পেয়ে তাদের অনেক কষ্টে জীবন যাপন করতে হতো। পানি ও বিদ্যুৎ পেয়ে এসব ঘরের বাসিন্দারা এখন খুব খুশি। এ বিষয়ে গত ২২ মে অনলাইন নিউজ পোর্টালে “উপহারের ঘরে থাকছেন না সুবিধাভোগীরা” শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল। এরপরই স্থানীয় প্রশাসন সুবিধাভোগীদের মাঝে বিদ্যুত ও পানির ব্যবস্থা করার উদ্যোগ নেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, এডিপির অর্থায়নে আশ্রয়ণবাসীর সুপেয় পানি সরবরাহের জন্য ২টি নলকূপ ও প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। তবে এখনো তাদের নিরাপত্তার সমস্যা রয়েছে। অর্থবরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করে দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।

More News...

রোববার থেকে চালের বস্তায় তথ্য দেওয়া বাধ্যতামূলক

বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না: কাদের