ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কি বাংলাদেশে আঘাত হানবে?

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কি বাংলাদেশে আঘাত হানবে?

অনলাইন ডেস্ক : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আর ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমান গতিপথ না বদলালে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড়টির যে সম্ভাব্য গতিপথের চিত্র দেওয়া হয়েছে, সেখানে এমনই দেখা গেছে।

ঘূর্ণিঝড়টি বুধবার ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের মাঝামাঝি উপকূল অতিক্রম করতে পারে। অবশ্য বাংলাদেশের খুলনা উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি করবে ‘ইয়াস’। পরের ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়বে স্থলভাগে।

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওডিশার পারাদ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট উইন্ডি ডটকম এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত ওয়েবসাইট সাইক্লোকেইনে ‘ইয়াস’র দেওয়া সম্ভাব্য গতিপথেও এমন দেখা গেছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পাঁচ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০১ (এক) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ০২ (দুই) নম্বর পুনঃ ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

More News...

ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস-হৃদয় দুর্বল : রিজভী

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়