নারায়নগঞ্জে ইয়াবাসহ রাজমিস্ত্রী গ্রেফতার

নারায়নগঞ্জে ইয়াবাসহ রাজমিস্ত্রী গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভারগাঁও থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ সোহেল (৩৩) নামের এক রাজমিস্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৫১ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ মে) রাত ৮টায় তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোহেল উপজেলার ভারগাঁও এলাকার আব্দুল মজিদর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী। পেশার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়—বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এতে আরও বলা হয়, আর্থিকভাব লাভবান হতে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতো। তার বিরুদ্ধ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

More News...

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ১৫৩

ময়মনসিংহে বাংলাদেশ স্কাউটসের অ‍্যাওয়ার্ড বিতরণ