ইসরায়েলি আগ্রাসন নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

ইসরায়েলি আগ্রাসন নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যাকা ও জেরুজালেমে ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পুতিনের সঙ্গে ফোনালাপে জেরুজালেম, গাজা ও আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং ‘পাল্টা শিক্ষা’ দিতে হবে।

আঙ্কারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার ও সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে।

ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ২০১৮ সাল থেকেই অবশ্য এই প্রস্তাব দিয়ে আসছে তুরস্ক।

এরদোয়ান বিশ্বাস করেন, এই ইস্যুতে জাতিসংঘে তুরস্ক ও রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা প্রদর্শন করবে।

সূত্র: ডেইলি সাবাহ

More News...

বাংলাদেশ সফরে এসেছেন ভারতের সেনাপ্রধান

আমদানির ঘোষণায় একদিনে পেঁয়াজের দাম কমলো ২৫ টাকা