এবার হজ পালন কঠোর বিধিনিষেধ মেনে

এবার হজ পালন কঠোর বিধিনিষেধ মেনে

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে এ বছর বিশেষ নিরাপত্তা ও কঠোর বিধিনিষেধের মাধ্যমে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। রোববার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

সৌদির হজ বিষয়ক মন্ত্রণালয় জানায়, এ বছর মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করে হজ অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ বিধিনিষেধ পালনসহ এবার সৌদি সরকারের বিশেষ নিরাপত্তা থাকবে হজকে কেন্দ্র করে। খবর খালিজ টাইমসের।

গত বছর কোভিড-১৯ মহামারির কারণে সীমিত আকারে হজ পালন হয়। সেবার শুধু সৌদি আরবে বাস করা মানুষেরা হজ পালনের সুযোগ পেয়েছিলেন। সৌদি আরবের বাইরের কোনও দেশ থেকে কাউকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

More News...

শাওয়ালের ছয় রোজার ফজিলত

চাঁদ দেখা যায়নি, ব্রুনাই-মালয়েশিয়ায় রোজা শুরু মঙ্গলবার