ছুটি যতদিনই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

ছুটি যতদিনই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, ‘সরকার তিন দিন ছুটি নির্ধারণ করেছে। এর বাইরে অনেক গার্মেন্টসে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ছুটি দিয়েছে। ছুটি যতদিনই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে।

তিনি বলেন, সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কোনো কারখানায় ছুটি দেয়া হলেও, তাকে অবশ্যই কারখানার শ্রমিকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই নিজ নিজ কর্মস্থল ত্যাগ করা যাবে না।

রবিবার রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক নেতারা ৩ দিনের পরিবর্তে ৫ দিন ছুটি দাবি করেন।

বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এবার ঈদে কোনো সমস্যা থাকবে না, সব কারখানায় বেতন বোনাস হবে। ইতিমধ্যে ৭৫ শতাংশ কারখানা বেতন-বোনাস-ভাতা পরিশোধ করেছে। কাজ না থাকায় অনেক কারখানায় বেশি ছুটি দেয়া হয়েছে। তবে সব শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে থাকবেন।

 

More News...

বাংলাদেশ সফরে এসেছেন ভারতের সেনাপ্রধান

আমদানির ঘোষণায় একদিনে পেঁয়াজের দাম কমলো ২৫ টাকা