ফ্ল্যাটে চুরি, অ্যাপ্রোন পরা নারীকে খুঁজছে পুলিশ

ফ্ল্যাটে চুরি, অ্যাপ্রোন পরা নারীকে খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক : অ্যাপ্রোন পরা এক নারী সন্দেহভাজন ‘চোরকে’ খুঁজছে পুলিশ। গত ২৩ মার্চ রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসায় চুরির ঘটনায় অভিযুক্ত এই নারী।

শনিবার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বাসার।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ মার্চ সকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকার ১৫৪১ শেলটেক মনিহার ভবনের ৫জি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। এতে ওই ফ্ল্যাটের স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একজন নারী মুখে হিজাব ও পরনে থ্রি পিসের ওপর অ্যাপ্রোন পরে ঘটনার সময় অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন এবং দ্রুতগতিতে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন। ফ্ল্যাটের সকলের অপরিচিত ওই নারীকে চুরির ঘটনায় সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত নারীর সন্ধান প্রয়োজন। কেউ ওই নারীর সন্ধান জানলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল বাসার (০১৮১৮-৩০৬৪৩২) অথবা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি-০১৩২০০৪০৮০২) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

More News...

বাজার নিয়ন্ত্রণে আমদানি করা হবে ৮৩ হাজার টন চাল

দে সড়কে দুর্ঘটনা এড়াতে যে নির্দেশ দিলেন ওবায়দুল কাদের