মতলব উত্তরে ‘চেতনায় জেড ফোর্স’ এর আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তরে ‘চেতনায় জেড ফোর্স’ এর আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে “ চেতনায় জেড ফোর্স ” মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌর জেড ফোর্সের উদ্দ্যোগে মতলব উত্তরের বিভিন্ন স্থানে আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ করেন । ঐ সময় দুর্গাপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন সহ বাগানবাড়ি, সুলতানাবাদ ও একলাশপুর ইউনিয়নে নগদ অর্থ অনুদান এবং সটাকি, শিকিরচর, সুগন্ধি ও জহিরাবাদ গ্রামে ঈদ সামগ্রী বিতরন সহ ছেঙ্গারচর পৌরসভার একটি মাদ্রাসার ছাত্রদেরকে নগত অর্থ প্রদান করেন ।

প্রতিটি অনুষ্ঠানে চেতনায় জেড ফোর্স মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌর জেড ফোর্সের নেতা কর্মীরা যৌথভাবে তাদের সামর্থ অনুযায়ী এই সামাজিক কাজে অংশ্র গ্রহন করে। তাদের মধ্যে এহসান চেয়ারম্যান, দেলোয়ার হোসেন জজ, গাজী মাজহারুল ইসলাম, বোরহান ফরাজী, মোয়াজ্জেম হোসেন, হারুন ওর রশিদ, শাহ আলম মাস্টার, মান্নান লস্কর, আবু তাহের সুমন, তমিজ উদ্দিন, ওয়াদুদ মাস্টার, জাহাঙ্গীর মোল্লা, সাইফ খান, হাফিজুর রহমান কবির, রেহান মাহমুদ, নুরুল হুদা বাপ্পি, জাকির গাজী, শরিফুল ইসলাম সজীব, বায়েজিদ খান, বাদশা মিয়া, ইকবাল হোসেন স্বপন, অনিক আহমেদ, মো.হাশেম, রহমত উল্লাহ, রাজীব হালদার, শাহ আলম লস্কর, মো কবির, আল আমিন ছেঙ্গারচর, শিকদার ফারুক, মজিবুর রহমান, জমির পাটোয়ারী, কবি নূর মোহাম্মদ, তোফায়েল ইসলাম বাবু, শহীদ দর্জি, নাজমুল হক, এমদাদুল হক সরকার, শাহ আলী হোসেন সোহেল, মফিজুল ইসলাম, সিরাজুল হক, তোফায়েল আহমেদ, জোহর আলী, শরীফ, রমজান, শাহীন, মিয়া শফিক, মোমিন, শাহাদাত হোসেন, এম এ কালাম, জিসান আহমেদ, ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম, আল আমিন বাঘ, ইঞ্জিনিয়ার শরীফ হোসেন টিটু, গোলাম রাব্বানী ষ্টার, সামসুল ইসলাম, আকলিমা নাসরিন, আক্তার হোসেন, হাসেম বেপারী, বেপারী মো ইউসুফ, কুদ্দুস আলী, ঢালী আলাউদ্দিন, বাবুল ভূঁইয়া, নুরুজ্জামান, আক্তারুজ্জামান আক্তার, ফয়সাল আহমেদ, দেলোয়ার হোসেন, নূরে আলম, বশির মেম্বার, বিদ্যুৎ মোল্লা, আবিদ হোসেন বাদল রানা, সোহরাব হোসেন, সোহরাব আহমেদ, মো মহসিন মিয়া, আনিস ওটারচর, আনিস টরকী, নাজমুল, মোতাহার ও ডাঃ মোয়াজ্জেম হোসেন সহ নেতৃবৃন্দ।

এবং সার্বিক ভাবে বিষয়গুলো তদারকি করেন রানা মনোয়ার, জোবাইদা ইসলাম জেরিন, মোশারফ হোসেন পিন্টু। জেড ফোর্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু উল্লেখ করেন, ৪০ বছর ধরে অন্তরে লালন করা জিয়ার আদর্শ ও শ্রমের বিনিময়ে অর্জিত বিশ্বাসের নাম ” চেতনায় জেড ফোর্স “।

যে কোন দূর্যোগ সংকটে মতলব উত্তরের সর্বসাধারনের কাছে জেড ফোর্সের নেতা কর্মীরা বন্ধু হয়ে পাশে দাঁড়াবেন। জেড ফোর্সের চেয়ারম্যান ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মহাসচিব মনির পাটোয়ারী এবং সিনিয়র সহসভাপতি এডভোকেট মেজবাউদ্দিন জনি এই সামাজিক কাজগুলো সঠিক ভাবে সম্পূর্ণ করার জন্য চেতনায় জেড ফোর্সের সকল নেতাকর্মীকে ধন্যবাদ সহ সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

More News...

মোশাররফের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের আনন্দমেলায় তারকার মেলা

সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট উধাও!