ধামইরহাটে কাপড় ও মুদি দোকানে মোবাইল কোর্টে জরিমানা

ধামইরহাটে কাপড় ও মুদি দোকানে মোবাইল কোর্টে জরিমানা
মোঃ শহিদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কাপড় ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৬ মে বিকেল সাড়ে ৪ টায় পৌর সদরস্থ্য নিমতলী মোড়ে কাপড়ের দোকানে স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক না পড়ে বেচাকেনায় করায় ১টি দোকানে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে পূর্ব বাজারের একটি মুদি দোকানে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, ‘ বিভিন্ন ব্যবসায়ীগণ তাদের জীবিকার জন্য ব্যবসা করছেন, মহামারী পরিস্থিতিতেও সরকার বাহাদুর সেই সুযোগ করে দিয়েছেন কিন্তু স্বাস্থ্য বিধি অমান্য করলে ও কেউ ভেজাল বা মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহ বা বিক্রয় করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে এবং এই অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে। এ সময় ভ্রাম্যমান আদালতের পেশকার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছাস্বপনসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান