মুক্তিযোদ্ধা শিল্পী অনুপ ভট্টাচার্য্য মারা গেছেন

মুক্তিযোদ্ধা শিল্পী অনুপ ভট্টাচার্য্য মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সুরকার অনুপ ভট্টাচার্য্য মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার মেয়ের জামাতা সুদীপ চক্রবর্তী ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী বলেন, “বেশ কিছুদিন ধরেই তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস-সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি। এ ছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালি মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি ‘জনপ্রিয়’ হয় বলে জানান অনুপ ভট্টাচার্যের মেয়ে তৃষা ভট্টাচার্য। দেশ রূপান্তর

More News...

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়

দ্বীপ উন্নয়ন-কৃষি জমি সুরক্ষা আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ