আজই দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

আজই দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে গিয়ে আটকা পড়া বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে শুরু করেছেন। শুরুতে ইংলিশ ক্রিকেটাররা ফিরলেও এবার দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন তারা। দৈনিক আমাদের সময় অনলাইনকে এমনটাই জানিয়েছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

দেশে ফিরেই বাড়ি যেতে পারবেন না দুজনের একজনও। আগামী ১৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে সাকিব, মুস্তাফিজকে। কোয়ারেন্টিন কাটিয়ে দু’তিন দিনের অনুশীলনের সুযোগ পাবেন তারা। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন তারা।

সাকিব, মুস্তাফিজের কোয়ারেন্টিন জটিলতা কিছুটা লাঘব করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু কঠোর সিদ্ধান্ত থেকে একটুও নড়েনি মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী ভারত থেকে ফিরলেই থাকবে হবে ১৫ দিনের কোয়ারেন্টিনে। সাকিব, মুস্তাফিজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না।

চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতার হয়ে সাকিব মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও মুস্তাফিজ খেলেছেন পুরো সাত ম্যাচেই।

More News...

রিশাদের ঝড়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ টাইগারদের

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ