দেশে ফিরে সাকিব-মুস্তাফিজকে কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিনই

দেশে ফিরে সাকিব-মুস্তাফিজকে কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিনই

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের বিভীষিকাময় জীবনে ফুরসত ছিল আইপিএল। বায়োসিকিউর বাবলের ভেতরে ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় বিনোদনের সেই ক্রিকেট লিগও স্থগিত হয়ে গেছে। এমন অবস্থায় সাকিব-মুস্তাফিজ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। তবে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, আইপিএল কর্তৃপক্ষ দুজনের ফেরার ব্যবস্থা করবে। ভারতের আনুষ্ঠানিকতা শেষ হলেই দেশে ফিরতে পারবে ওরা।’

দেশে ফিরে সাকিব-মুস্তাফিজকে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে জানতে চাওয়া হলে নিজামউদ্দিন বলেন, ‘আগে সিদ্ধান্ত ছিল বায়োসিকিউর বাবলে থাকায় দেশে ফিরে ওরা তিন দিন আইসোলেশনে থাকবে। এখন যেহেতু খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত হয়েছে এবং সাকিবের দলেরও কেউ কেউ আক্রান্ত হয়েছে, তাই স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দেবে, সেটা মানতে হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখেছি উনারা ১৪ দিন বললে সেটা মানতে হবে।’

জাতীয় দলের এ দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,’যেহেতু ওদের দলে কভিড পজেটিভ রোগি পাওয়া গেছে, তাই দেশে ফিরে ওদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আপাতত এটাই নিয়ম।’

তবে বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবে এ মাসের তৃতীয় সপ্তাহে এবং সাকিব-মুস্তাফিজ সিরিজে খেলবেন তাই তাদের কোয়ারেন্টাইনেও শিথিল করা হতে পারে। তা না হলে লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরু থেকে খেলা কঠিন হয়ে পড়বে।

More News...

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

পিএসজির দুর্দান্ত জয়ের দিনে এমবাপ্পের চোট