খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়ার দাবি পরিবারের

খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়ার দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।

খালেদা জিয়ার পরিবার সূত্রে জানা যায়, তার পরিবারের সদস্যরা চান তার চিকিৎসা সিঙ্গাপুর বা বিদেশে হোক। তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে অনুরোধ করেন এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করতে।

পরে সোমবার রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোন করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানান। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন করেন।

More News...

সরকারবিরোধী আন্দোলনে বিএনপির পরবর্তী হাতিয়ার ‘ফুল’

গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায় জিয়ার হ্যাঁ-না ভোট : জয়