জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৬ রানে হারাল পাকিস্তান

জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৬ রানে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত হাসান আলি। দুই ইনিংস মিলে পাকিস্তান পেসার নিলেন ৯ উইকেট। তাতে হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ে ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবল।

শনিবার টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ১১৬ রানের জয় তুলে নেয় পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ তে।

দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান আলি। ১২.২ ওভার বল করে ৩৬ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। চার বছরের টেস্ট ক্যারিয়ারে উইকেট শিকারের ফিফটিও হয়ে গেছে তার। ১২ টেস্টের তার নামের পাশে এখন ৫২ উইকেট।

হাসানের তোপে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৪ রানে। এর আগে প্রথম ইনিংসে ১৭৬ রান করেছিল দলটি। হাসান ৫৩ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তুলে ৪২৬ রান। ১০৮ রানে দিন শুরু করা ফাওয়াদ আলম ১৪০ রানে থামেন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২০৪ বলে ২০ চারে নিজের ইনিংস সাজান। এ ছাড়া ওপেনার ইমরান বাট ৯১ ও আবিল আলি ৬০ রান করেন।

ফাওয়াদকে ফেরান ব্লেসিং মুজারাবানি। ৪ উইকেট নিয়ে যিনি জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে সফল বোলার। এ ছাড়া ৩ উইকেট নেন ডোনাল্ড টিরিপানো।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান আসে তারিসাই মুসাকান্দার ব্যাট থেকে। প্রিন্স মাসভাউরে ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি।

ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের হাসান আলি। শুক্রবার থেকে একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

More News...

নেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে ৫ নতুন মুখ

‘দুবাইতে হলে অস্বস্তি নিয়েই এশিয়া কাপে খেলতে যাবো’