ঝর্ণার মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে পরশু

ঝর্ণার মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে পরশু

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার তার মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে।

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ঝর্ণার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। রোববার রিপোর্ট পাওয়া যাবে। তখন এ ব্যাপারে আমরা বিস্তারিত বলতে পারবো। আপাতত কোনো কিছুই বলা যাচ্ছে না।

এর আগে শুক্রবার সকালে সোনারগাঁও থানায় প্রলোভন, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে মামুনুলের বিরুদ্ধে মামলা করেছেন ঝর্ণা। মামলার পর ঝর্ণা পুলিশ পাহারায় দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এসে তার মেডিকেল পরীক্ষা করান।

ঝর্ণা এসময় মামুনলের বিচার দাবি করে বলেন, আমার সঙ্গে যেসব অন্যায় হয়েছে তার বিচার চাই। তিনি (মামুনুল হক) আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। বিয়ে করার আশ্বাস দিলেও বিয়ে করেননি। বিয়ের প্রলোভনে ২০১৮ সালে থেকে বিভিন্ন হোটেল-রিসোর্টে নিয়ে আমার সঙ্গে সময় পার করেছেন তিনি, কিন্তু বিয়ে করেননি।

 

More News...

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়

দ্বীপ উন্নয়ন-কৃষি জমি সুরক্ষা আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ