সুবর্ণচরে বোরো ধানের বাম্পার ফলন, ন্যায্য মূল্যথেকে বঞ্চিত কৃষক

সুবর্ণচরে বোরো ধানের বাম্পার ফলন, ন্যায্য মূল্যথেকে বঞ্চিত কৃষক

আবদুল কাইয়ুম, সুবর্ণচর, (নোয়াখালী) : চলতি বছরে সুবর্ণচরে বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর সুবর্ণচরে ১১ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়। যা লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগু।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশন (বিএডিসি) ১০০ একর নিজস্ব প্রদর্শনী খামারে ধান কাটার পরিদর্শনে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপসি, বিধান-৭৪, বিধান-৫৮, বিধান-৬৭, বালিয়া-২ ও হাইব্রিড ধান চাষ করায় অধিকমাত্রা ফসল উৎপাদন হয়। ফলে কৃষকের মুখে হাসি।

সুবর্ণচরের কৃষক শাহাদাত হোসেন রাজু ও সিরাজুল ইসলাম জানান, বীজ, সার, কীটনাশক ও পানি সংকট এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায়। বর্তমান বাজারে ধানের মূল ৭০০-৭৫০ টাকা। যার ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত।

উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ জানান, সুবর্ণচরে ১১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করে কৃষক। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ। ৭০% ভূর্তকিতে ৫টি ধান কাটা ও মাড়াই মিশিন কৃষকের মাঝে প্রদান করা হয়।

তিনি আরো জানান, সরকার বর্তমান মৌসুমে সুবর্ণচর থেকে ২৭ টাকা কেজি ধরে ১ হাজার ৮২ মেট্রিকটন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান