রংপুর জেলা প্রশাসকের মানবিক সহায়তা প্রদান

রংপুর জেলা প্রশাসকের মানবিক সহায়তা প্রদান
রংপুর প্রতিনিধি : করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন রিকশা-ভ্যান শ্রমিক ও তাদের পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিলেন রংপুর জেলা প্রশাসন। করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন রিকশা-ভ্যান শ্রমিকদের  হাতে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মো. আসিফ আহসান। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২০২১ খ্রিঃ) সকাল আনুমানিক ১১ টায় রংপুর জেলা স্কুল মাঠ প্রঙ্গনে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। করোনা কালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।  এ সময় ৪০০ জন রিকশা-ভ্যান শ্রমিকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান বলেন করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। তারা তাদের জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্য অভাবে রয়েছেন। এই করোনা মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় ও কর্মহীন মানুষদের পাশে রয়েছে এবং থাকবে বলে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।  জেলা প্রশাসক মো. আসিফ আহসান আরও জানান রিকশা-ভ্যান শ্রমিক ছাড়াও অন্যান্য কর্মহীন পেশাজীবি মানুষদের মাঝে ও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।

More News...

বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা