সরকারি হিসাবের চেয়ে ভারতে ‘মৃত্যু বেশি’

সরকারি হিসাবের চেয়ে ভারতে ‘মৃত্যু বেশি’

অনলাইন ডেস্ক : ভারতে কেন্দ্রীয় সরকার থেকে করোনায় মৃতদের যে হিসাব প্রতিদিন গণমাধ্যমে পাঠানো হচ্ছে, আসল পরিস্থিতি তারচেয়ে খারাপ বলে দাবি করেছেন দেশটির একজন নামকরা চিকিৎসক।

গুজরাটের অন্যতম ব্যস্ত হাসপাতাল কেয়ার ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের কার্ডিওলজিস্ট ডা. ধীরেন শাহ বিবিসিকে বলেছেন, ‘রোগীরা বেডটাই ঠিকমতো পাচ্ছে না। নেই অক্সিজেনের সাপ্লাই। দাবানলের মতো ছড়িয়ে পড়ছে মহামারী।’

‘টিভি চ্যানেলে মৃতের এবং আক্রান্তের যে সংখ্যা দেখানো হচ্ছে, প্রকৃত অবস্থা আরও বেশি।’

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ৭৬১ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৬৯ লাখ সাড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে।

এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১০ জন। করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ।

আনন্দবাজার জানিয়েছে, ব্রিটেনের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরেই বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতে করোনা সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ঢেউ আসছে।

বিরোধীদের অভিযোগ, ওই সতর্কবার্তা সত্ত্বেও পরিকাঠামোগত উন্নতির দিকে কেন্দ্রীয় সরকার মনোযোগ না-দেওয়ার খেসারত এখন দিতে হচ্ছে ভারতকে।

More News...

মার্কিন ভিসা নীতিতে আ. লীগের মাথা খারাপ হয়ে গেছে: মির্জা ফখরুল

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ