ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড

ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক : করোনা মহামারিতে ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৬২৪ জন মারা গেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

এনডিটিভির খবরে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার জন। গত ২৪ ঘণ্টার তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ২৬৩ জন করোনায় মারা যান। সংক্রমিত হন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। সব মিলিয়ে গত বছর থেকে এখন পযর্ন্ত আক্রান্ত হলেন ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যু হওয়ায় দেশে এখনও পযর্ন্ত প্রাণ হারালেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।

আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। এই বৃদ্ধি স্বাস্থ্যসেবাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শনিবার দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৪ হাজার ৩২৪। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা হলো ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা