করোনা আক্রান্ত হয়ে সন্তান থেকে দূরে

করোনা আক্রান্ত হয়ে সন্তান থেকে দূরে

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার প্রথম সারির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। লুকোচুরি না করে সোশ্যাল মিডিয়ায় নিজেই সে খবর জানিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে ‘পরিণীতা’ নায়িকা মঙ্গলবার জানান, তার কভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে।

আরও বলেন, চলমান বিধানসভা নির্বাচনের প্রার্থী স্বামী রাজ চক্রবর্তী আপাতত ব্যারাকপুরে রয়েছেন। সেখানে প্রচারে ব্যস্ত তিনি। তাদের ৬ মাস বয়সী ছেলে ইউভান সুস্থ রয়েছে। তাকে শুভশ্রী থেকে দূর রাখা হয়েছে।

শুভশ্রী আপাতত নিভৃতবাসে রয়েছেন। তিনি সবাইকে মাস্ক পরিধান ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান।

গত বছর পরিচালক রাজ কভিডে আক্রান্ত হয়েছিলেন। এ রোগে তিনি বাবাকেও হারান। ওই সময়টা বেশ জটিল ছিল শুভশ্রীর জন্য। কারণ, তখন তিনি সন্তানসম্ভবা ছিলেন।

মাতৃত্ব ও করোনার কারণে অনেক দিন ক্যামেরার বাইরে শুভশ্রী। তবে মহামারির কারণে তার দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এ দিকে সপ্তাহ দু-এক ধরে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ লাগামহীন।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৬ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৭৫৭ জন।

এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৫৩ লাখ সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

More News...

পদ্মকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমনির

জায়েদের সঙ্গে হোটেলে থাকা নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা