ধামইরহাটে  মানুষকে ঘরে ফিরাতে কাজ করছেন পুলিশ

ধামইরহাটে  মানুষকে ঘরে ফিরাতে কাজ করছেন পুলিশ
মোঃ শহিদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) :  নওগাঁর ধামইরহাটে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কঠোর লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে ফিরাতে ব্যাপক কাজ করে যাচ্ছে ধামইরহাট থানা পুলিশ।
 সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল  মমিন ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে গিয়ে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছেন। সোমবার ১৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ধামইরহাট উপজেলা , ফতেপুর বাজার, আমাইতারা, মঙ্গলবাড়ী সহ  বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মমিন তিনি বলেন- সরকার টিভি চ্যানেলসহ বিভিন্ন প্রচার মাধ্যমে জন সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তবুও মানুষের মধ্যে সচেতনতা কম। সামাজিক দূরত্বের বিষয়টি গ্রাম গঞ্জের মানুষ মানছে না, অনেকেই মাস্ক ব্যবহার করছেনা। আমরা প্রতিদিন যথা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেনকরোনার সংক্রমন রোধে সকল নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সকলে সহযোগিতা করলে করোনা মোকাবেলা অনেক সহজ হবে।

More News...

স্কুলছাত্র হত্যার ২১ বছর পর রায়, ১১ জনের মৃত্যুদণ্ড

দেশে এলো আরও ১৬৩ টন পেঁয়াজ