দেশবাসীর দোয়ার খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : চিকিৎসক

দেশবাসীর দোয়ার খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দশম দিনে অনেকটা ভালো আছেন।

রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডর এক সদস্য।

ওই চিকিৎসক বলেন, করোনায় আক্রান্ত হওয়ার দশম দিনে চেয়ারপারসন অনেকটা ভালো আছেন। এদিন তার জ্বর ছিল না। অন্য কোন উপসর্গ কিংবা জটিলতা নেই। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় চেয়ারপারসন অনেকটা ভালো আছেন।

তিনি জানান, রবিবার চিকিৎসকদের কেউ যাননি চেয়ারপারসনকে দেখতে। তবে সার্বিক খোঁজখবর রাখছেন। করোনায় আক্রান্ত অন্যরাও ভালো আছেন।

শনিবার রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। বাসা থেকে বেরিয়ে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেছিলেন, এদিন সারা দিন খালেদা জিয়ার জ্বর ছিল না। তবে রাতে জ্বর ছিল ১০২ ডিগ্রি।

তিনি জানান, শনিবার ছিল অ্যান্টি ভাইরাল ইনজেকশনের তৃতীয় দিন। ভালো সারা দিচ্ছে ইনজেকশনে। অক্সিজেনের মাত্রা ৯৭/৯৮। আগে ব্লাড সুগারের তিন মাসের গড় ছিল ১১, এখন ৮। শরীরের ব্যথা কমেছে। খাবারের রুচি বেড়েছে। সব মিলিয়ে সব সূচক ভালো আছে।

More News...

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা