গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গজারিয়া  প্রতিনিধি : মুন্সিগঞ্জের   গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড শুকরিয়া মার্কেট এলাকায়  হাজী জিন্নাত আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে  মার্কেটের সবগুলো  দোকানপাট পুরে ছাঁই।  এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে  গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের টীম। সোমবার ভোরে ৪- ১৫ ঘটিকায় জামালদি শুকরিয়া মার্কেট এলাকায় আগুনে মুদি দোকান,  কাচামাল,  মোবাইল ও সবজির দোকানসহ দশ বারোটি দোকান আগুনে পুড়ে যায় এতে দোকান ও মালামালসহ প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানা যায়।
আগুনেের বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার রিফাত মল্লিক জানায় ভোররাত  চারটা পনেরো মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি টিম প্রায় চল্লিশ মিনিটের  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এসময় দশটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায় অন্য দুটি দোকানের আংশিক ক্ষতি হয়। আগুন লাগার বিষয়ে তিনি জানান বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুএপাত হয়ে থাকতে পারে।

More News...

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ১৫৩

ময়মনসিংহে বাংলাদেশ স্কাউটসের অ‍্যাওয়ার্ড বিতরণ