রামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

রামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
সাখাওয়াত হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে রামগঞ্জ উপজেলা প্রশাসন রামগঞ্জ শহরের বিভিন্ন হাঁটবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়।
শনিবার ১৭ এপ্রিল দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ৬টি ও পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুুবুর রহমান ৬টি মামলায় ১২ ব্যবসায়ীকে ৬২০০ জরিমানা করেন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধান না করায় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
রামগঞ্জ বাজার, সোনাপুর বাজার, মোরগহাঁটা ও কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজারে ভোক্তা অধিকার আইনে রেস্টুরেন্ট, জুয়েলারিসহ লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয় বলে জানালেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।
এসময় তিনি জানান, মাত্র কয়টা দিন। নিজের স্বার্থের জন্য হলেও তো মাস্ক পরিধান করা উচিৎ। দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে, আমরা এখনো সচেতন হতে পারিনি। এখনোও সময় আছে ঘরে থাকুন-সুস্থ্য থাকুন।

More News...

রোববার থেকে চালের বস্তায় তথ্য দেওয়া বাধ্যতামূলক

বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না: কাদের