সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ কয়েকটি হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের বিষয়টি মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ৩১ মার্চ থেকে ফারুক আব্বাসী জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান